মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৬ মার্চ:
মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর নির্বাচনে মনোনয়নপত্র জমা দানকারী ৩০ জন প্রার্থীর মধ্যে ৮ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে আবু তালেব, মাহাবুবুল হক মন্টু, রানা, চমক, রেশমা, হাসানুজ্জামান লাল্টু, মুজিবুর রহমান, আব্দুল্লাহ আল মাহমুদ ও কামরুল হাসান তাদের স্ব স্ব মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।
আগামী ১০ মার্চ মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর নির্বাচন অনুষ্ঠিত হবে। ১০টি সদস্য পদের অনুকূলে বর্তমানে ২২ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এরা হলেন- মফিজুর রহমান, মোস্তাফিজুর রহমান, মহিদুল ইসলাম, বারিকুল ইসলাম লিজন, এম সাইদুর রহমান, আব্দুল লতিফ, আশফাকুর রহমান সুমন, রফিকুর রহমান বাবলু, আব্দুল্লাহ আল মামুন রাসেল, গোলাম আম্বিয়া, জাহিদ হাসান, নিশান সাবের, মোমিনুল ইসলাম, আশরাফ মাহমুদ, সাইদুর রহমান, নূরুল আহমেদ, আব্দুল ওয়াদুদ, সাবিনা সাত্তার মিতা, মানিক হোসেন, আব্দুল মজিদ ও এএইচএম আতিকুর রহমান।