মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৬ সেপ্টেম্বর:
মেহেরপুর জেলা ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনয়নের সাংগাঠনিক সম্পাদক মেহেরপুর শহরের শেখপাড়ার খবির উদ্দিনের ছেলে শাজাহান ড্রাইভারকে মেহেরপুর সদর থানা পুলিশ গ্রেফতার করায় তার প্রতিবাদে মেহেরপুর শহরের ওয়াবদা মোড়ে গাছের গুড়ি ও টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেছে ইউনিয়নের শ্রমিকরা।
আজ শুক্রবার দুপুর ১২ টার সময় থেকে শুরু করে তারা ওই সড়ক অবরোধ করে রাখে। মেহেরপুর জেলা ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি নিজামুল ইসলাম রকেট ও সাধারন সম্পাদক কুতুব উদ্দিন বাবুর নেতৃত্বে ইউনিয়নের শত শত শ্রমিক মেহেরপুরের ওয়াবদা মোড়ে গাছের গুড়ি,রাস্তার উপরে এলোপাতাড়িভাবে গাড়ি রেখে ও টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে ।এ সময় মেহেরপুর-কুষ্টিয়া সড়কের সকল প্রকার যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে ঘটনার পরপরই শ্রমিক নেতাদের সাথে পুলিশ কর্মকর্তাদের আলোচনা হলেও শ্রমিকরা তাদের দাবিতে অনড় থাকে।
জেলা ট্রাক ওট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি নিজামুল ইসলাম রকেট বলেন আমরা আইনের শ্রদ্ধাশীল কিন্তু গভীর রাতে পুলিশ শাজাহানকে আটক করার পর সদর থানার ওসির রিয়াজুল ইসলামের সাথে বারবার বসার চেষ্টা করলেও তিনি আমাদের কোনোরকম পাত্তা দেননি। যেকারনে আমরা তার অপসারনও দাবি করছি।এদিকে দুপুর থেকে ট্রাক শ্রমিকদের পক্ষ থেকে শহরে মাইকিং করে যান চলাচল বন্ধ রাখার ঘোষনা দেন।
উলেখ্য, ফরিদপুরে একটি সড়ক দূর্ঘটনায় মেহেরপুর জেলা ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাংগাঠনিক সম্পাদক শাজাহানের বিরুদ্ধে মামলা হয়। মামলায় গেফতারি পরোয়ানা জারি হওয়ায় বৃহস্পতিবার দিনগত রাতে মেহেরপুর সদর থানা পুলিশ তাকে গ্রেফতার করে।