মেহেরপুর নিউজ, ০৯ অক্টোবর:
মেহেরপুর ট্রাফিক বিভাগের উদ্যোগে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩৪ টি অবৈধ মোটর যানবাহন আটক করেছে।
বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়। ট্রাফিক ইন্সপেক্টর ইসমাইল হোসেন জানান, পুলিশ সুপারের নির্দেশে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১১ টি মোটর সাইকেল এবং ২৪ টি ট্রাকটর, অবৈধ শ্যালো ইঞ্জিন চালিত আলগামন, আলম সাধুসহ অন্যান্য যানবাহন আটক করা হয়। আটককৃত এ সকল যানবাহনের বৈধ কোন কাগজ নেই বলেও তিনি জানান।