মেহেরপুর নিউজ:
মেহেরপুর ট্রাফিক বিভাগের উদ্যোগে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং জনসাধারণকে হেলমেট ব্যবহারে উদ্বুদ্ধ করুনে হেলমেট বিতরণ করা হয়েছে।
বুধবার সকালের দিকে মেহেরপুর কলেজ মোড়ে হেলমেট বিতরণ করা হয়। পুলিশ সুপার মাকসুদা আক্তার খানম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হেলমেট বিতরণের উদ্বোধন করেন।
এ সময় সেখানে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আহসান খান, সিনিয়র সাংবাদিক মিজানুর রহমান, রফিকুল আলম, ট্রাফিক ইন্সপেক্টর ইসমাইল হোসেন, মেহেরপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান হাবীব সোনা, সাধারণ সম্পাদক মতিউর রহমান, মেহেরপুর জেলা ট্রাক ট্রাংকলরি কার্ভাডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি এসএম আকিব প্রমুখ।