মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৬ এপ্রিল:
মেহেরপুর ডিবি পুলিশের অভিযানে ৪ বোতল ভারতীয় মদসহ বিজিবি’র লাইনম্যান আরোজ আলী আটক হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে ওই ঘটনা ঘঠে।
পুলিশ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে ডিবি’র এ এস আই একরামের নেতৃত্বে ডিবি’র সদস্যরা সদর উপজেলার বুড়িপোতা বাজিতপুর সড়কের খোলচাঁদের বাড়ির সামনে থেকে বুড়িপোতা গ্রামের ঝড়ু মন্ডলের ছেলে আরোজ আলীকে আটক করে। এসময় ডিবি তার কাছ থেকে ৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। আটক আরোজ আলী বিজিবি’র লাইনম্যান বলে সে জানিয়েছে। এ ঘটনায় মাদক দ্রব্য আইনে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের হয়েছে।
