মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৯ জুলাই:
মেহেরপুর তহবাজার ব্যবসায়ী সমিতি কর্তৃক হাইকোর্টে দায়েরকৃত মামলার ফলাফল অবহিতকরণ উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে মেহেরপুর তহ বাজার ব্যবসায়ী সমিতির নেতারা।
রোববার রাত ৮ টার সময় মেহেরপুর তহবাজার ব্যবসায়ী সমিতির কার্লয়ে অনুষ্ঠিত সঙবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তহবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবু হানিফ ।
লিখিত বক্তব্যে তিনি জানান, সর্বস্তরের ব্যবসায়ীদের এবং এ জেলার বিভিন্ন পর্যায়ের চাষি যারা তাদের উৎপাদিত কৃষিপণ্য বিক্রির জন্য তহবাজারে আসেন। তাদের কাছে থেকে ব্যবসায়ী সমিতির এলাকার মধ্যে ইজারাদার কর্তৃক পৌরসভার নির্ধারিত খাজনার চেয়ে অতিরিক্ত তিন থেকে চার গুন খাজনা আদায় করে থাকে। ওই আদায়কে কেন্দ্র করে যে অনিয়ম এবং দুর্নীতি চলছে তা বন্ধ করার জন্য সমিতির বর্তমান নেতৃবৃন্দ হাইকোর্ট এক রিট পিটিশন দায়ের করে। আদালত ইজারাদার কর্তৃক নির্ধারিত খাজনার অতিরিক্ত খাজনা আদায় বন্ধ করার আদেশ দেন। ওই আদেশ বাস্তবায়নে তারা মেহেরপুর জেলার সর্বস্তরের মানুষ সহযোগিতা কামনা করেন। বক্তব্যে আরো জানানো হয়, দীর্ঘদিন ধরে মেহেরপুর পৌরসভার এক শ্রেণীর অসৎ জনপ্রতিনিধি ও কর্মচারীদের সক্রিয় সহযোগিতায় প্রতিবছর খাজনা আদায়ের মাধ্যমে ব্যবসায়ীসহ এ জেলার চাষি ও ব্যাপারিদের আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করছে।
সম্মেলনে অভিযোগ করা হয় যে, তহবাজারের প্রায় দুশতাধিক দোকান থেকে পৌরসভা প্রতিমাসে লাখ লাখ টাকা ভাড়া তোলে। পাশাপাশি প্রতিবছর ৭০ থেকে ৮০ লাখ টাকায় ইজারাদারদের কাছে বাজার বিক্রি করে মেহেরপুর পৌরসভা। কিন্তু বাজারের ন্যূন্যতম উন্নয়ন কর্মকাণ্ড কিংবা সংস্কার কিছুই হয় না। পৌর মেয়র সম্পূর্ণ স্বেচ্ছাচারিভাবে বাজার থেকে অর্জিত লাখ লাখ টাকা ব্যক্তিগত খেয়াল খুশিমতো অন্য খাতে ব্যয় করেন।
বক্তব্য,তোরা আরও জানায় বড় বাজারের মহির চায়ের দোকান থেকে মোজাম্মেল মিয়ার কাপড়ের দোকান পর্ন্ত রাস্তাটির বেহাল দশা। একটু বৃষ্টি হলেই রাস্তাটি চলাচলের জন্য অনুপযোগী হয়ে পড়ে এবং ব্যবসায়ী, চাষি ও ভোক্তাসাধারণ অবর্ণনীয় কষ্টের সম্মুখিন হন।
এছাড়া সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সমিতির আইন উপদেষ্টা অ্যাড. মারুফ আহমেদ বিজন, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, সহসভাপতি ফয়েজউদ্দিন প্রমুখ।