মেহেরপুর নিউজ, ২৩ জানুয়ারী:
ঈদগাহ পাড়ার নুরুল হক
মেহেরপুর শহরের ঈদগাহ পাড়া এলাকার বীর মুক্তিযোদ্ধা নুরুল হক ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। মঙ্গলবার সকাল তার নিজ বাস ভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯০ বছর।
পরে তাকে রাষ্ট্রিয় মর্জাদায় দাফন করা হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন ফরাজীকে গার্ড অব অনার-এর মাধ্যমে শেষ শ্রদ্ধা জানান। গার্ড অব অনারের নেতৃত্য দেন এসআই শাহার উদ্দিন ও তার চৌকশ দল। পরে বাদ আছর তার জানাযার নামাজ শেষে পৌর কবরস্থানে দাফন করা হয়।
আমঝুপিতে আবুল হোসেন ফরাজী
মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন ফরাজী হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। মঙ্গলবার সকাল ৯টারসময় তার নিজ বাস ভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রীসহ চার সন্তান এবং অনেক গুণাগ্রাহী রেখে গেছেন।
পরে তাকে রাষ্ট্রিয় মর্জাদায় দাফন করা হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন ফরাজীকে গার্ড অব অনার-এর মাধ্যমে শেষ শ্রদ্ধা জানান। গার্ড অব অনারের নেতৃত্য দেন এসআই আব্বাস ও তার চৌকশ দল।
মরহুমের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান সাবেক সংসদ সদস্য প্রফেসার আব্দুল মান্নান, আমঝুপি ইউপি চেয়ারম্যান বোরহান আহমেদ চুন্নু, মুক্তিযোদ্ধা কাশেম আলী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা সোনা মিয়া, প্রাক্তন ডেপুটি কমান্ডার আলতাব হোসেনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পরে বাদ আছর তার জানাযার নামাজ শেষে গ্রামের কবরস্থানে দাফন করা হয়।