মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৬ মার্চ:
মেহেরপুর জেলার মুজিবনগর,গাংনী ও সদর উপজেলায় ১৮ ঘন্টা অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ১৪ জন আসামিকে আটক করেছে মেহেরপুর পুলিশ। আটককৃতদের মধ্যে জিআর মামলার ০৭ জন এবং সিআর মামলার ০৪ এবং নিয়মিত মামলার ০৩ জন আসামী রয়েছে।
মেহেরপুর থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, আটক আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।
জেলা পুলিশ কন্টোলরুম জানান,সোমবার সন্দ্ধ্যা রাত থেকে মঙ্গলবার সকাল ৯ টা পর্যন্ত মেহেরপুর তিন থানা পুলিশ,জেলা ডিবি পুলিশ,ফাঁড়ি পুলিশ ও র্যাব যৌথ অভিযান চালিয়ে জিআর মামলার ০৭ জন এবং সিআর মামলার ০৪ এবং নিয়মিত মামলার ০৩ জন আসামী কে আটক করা হয়েছে।
