মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ৩০ মার্চ:
জমি জরিপ সংক্রান্ত বিষয়ে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগে মেহেরপুর পৌরসভার সার্ভেয়ার মো: আব্দুল জব্বারকে সরাসরি বরখাস্ত করেছে মেহেরপুর পৌর মেয়র মোতাছিম বিল্লাহ মতু।
রোববার দুপুরে পৌর মেয়র মোতাছিম বিল্লাহ মতু স্বাক্ষরিত এক অফিসিয়াল আদেশে এ তথ্য জানা গেছে। যার আদেশ নং-(মেপৌ/সাধা/২০১৪/১১১(২০)।
আদেশে আরো বলা হয়েছে আজ থেকে মেহেরপুর পৌরসভা সংক্রান্ত কোনো কাজে সার্ভেয়ার আব্দুল জব্বারের সাথে যোগাযোগ না করার জন্য বলা হয়েছে।