মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৮ আগস্ট:
মেহেরপুর পৌর মেয়র মোতাচ্ছিম বিল্লাহ মতু’র বাড়িতে বোমা হামলা মামলায় আটক পাভেল, পাবন ও লিখন নামের ৩ যুবককে পুলিশি রিমান্ডে নেয়া হয়েছে।
আজ বুধবার মেহেরপুর সদর থানা পুলিশ তাদেরকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ডের আবেদন জানায়। আদালত ৭ দিনের পরিবর্তে ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, গত ৬ জুন ভোর রাতে মেহেরপুর পৌর সভার মেয়র আলহাজ মোতাচ্ছিম বিল্লাহ মতু ও জেলা ছাত্রলীগ সভাপতি সাফুয়ান আহমেদ রূপকের বাস ভবনে বোমা হামলা করা হয়। ওই বোমা হামলায় কেউ হতাহত না হলেও শহরবাসির মধ্যে আতংক সৃষ্টি হয়। ওই ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে পাভেলকে সদর উপজেলার বারাদী বাজার এলাকায় ঢাকাগামী একটি পরিবহণ থেকে আটক করা হয়। পাভেল মেহেরপুর শহরের কাথুলী সড়ক এলাকার ‘স’ মিল ব্যবসায়ী মসলেমউদ্দীনের ছেলে।
এদিকে পুলিশের হাতে আটক মেহেরপুর সদর উপজেলার বামনপাড়া গ্রামের লিখনের স্ত্রী স্বপ্না খাতুন অভিযোগ করেন, তার স্বামীকে ফাঁসানোর জন্য তার নামে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। স্বপ্না জানায়, তার স্বামী মেহেরপুর শহেরর লর্ড মার্কেট এলাকায় সৎ ভাবে ব্যবসা করে আসছে। কে বা কারা শত্রুতা করে আমার স্বামীকে ফাঁসাতে ওই মামলায় যুক্ত করা হয়েছে।স্বপ্না আরও বলে, আমার ১৯ মাস বয়সী শিশুকে নিয়ে নিদারুন কষ্টে দিনাতিপাত করছি। আমার স্বামীর নামে যে মিথ্যা অভিযোগ আনা হয়েছে তা আদৌ সত্য নয়। সে বিষয়টি সঠিক তদন্ত করার দাবি জানায়।