মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩০ জানুয়ারী:
মেহেরপুর বাগানপাড়া ক্রিড়া চক্রের উদ্যোগে শহরের বাগানপাড়া মাঠে বাগানপাড়া ক্রিকেট টুর্নামেন্টে মেহেরপুর হোটেল বাজার ক্রীড়াচক্র জয়লাভ করেছে।
রোববার অনুষ্ঠিত খেলায় হোটেল বাজার ক্রীড়াচক্র ৫ উইকেটে এফ সি বি একাদশকে পরাজিত করে।
প্রথমে ব্যাট করতে নেমে এফসিবি একাদশ ৯ ওভার ৪ বলে মাত্র ৪৫ রান করে সবাই আউট হয়ে যায়। বাবু দলের পক্ষে সর্বোচ্চ ১৩ রান করেন। হোটেল বাজারের পক্ষে রকি ৪ টি ও রাকিব ৩ টি উইকেট লাভ করে।
জবাবে খেলতে নেমে হোটেল বাজার ক্রীড়াচক্র ১৩ ওভার ২ বলে ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষে পৌঁছে যায়। রকি দলের পক্ষে সর্বোচ্চ ১৫ রান করেন।
