মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ১২ জুলাই:
মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে আনোয়ারা বিবি (৪০) নামের এক ভারতীয় মহিলা নাগরিক কে আটক করেছে বাজিতপুর ক্যাম্পের বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা।
আটককৃত ভারতীয় মহিলা নাগরিক বর্তমানে মেহেরপুর সদর থানা পুলিশ হেফাজতে রয়েছে। সদর থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, বুড়িপোতা সীমান্ত দিয়ে অবৈধ ভাবে বাংলাদেশ ভূখন্ডে প্রবেশ করলে বাজিতপুর ক্যাম্পের বিজিবি সদস্যরা তাকে আটক করে। এ বিষযে সদর থানায় একটি মামলা হয়েছে। যার মামলা নং ১৪।
বাজিতপুর বিজিবি ক্যাম্পের সুবেদার আব্দুল খালেক মেহেরপুর নিউজ কে জানান, বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ভারতীয় এক মহিলা নাগরিক অবৈধ ভাবে বুড়িপোতা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে বুড়িপোতা গ্রামে অবস্থান করছে। বুড়িপোতা গ্রামে অভিযান চালিয়ে বুড়িপোতা পাকা রাস্তার ওপর থেকে ভারতের নদীয়া জেলার তেহট্র থানার শাহাপুর গ্রামের সিদ্দিকের স্ত্রী আনোয়ারা বিবিকে বিজিবি সদস্যরা আটক করে বাজিতপুর ক্যাম্পে নিয়ে আসে।
