মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৬ জানুয়ারী:
মেহেরপুর বড়বাজার ব্যবসায়ী সমিতির ত্রিবার্ষিক নির্বাচনের মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনে সিনিয়র সহসভাপতি ও নির্বাহী সদস্য পদে ২ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছে।
নির্বাচনে অঙ্গর-দিপু পরিষদের সিনিয়র সহসভাপতি প্রার্থী গিয়াস মিষ্টান্ন ভান্ডারের মালিক গিয়াসউদ্দিন বিনা প্রতিদ্বন্দিতায় সিনিয়র সহসভাপতি নির্বাচিত হয়েছেন।
এদিকে প্রতিপক্ষ সাজ্জাদ-আশাবুল প্যানেলের সহসভাপতি পদের প্রার্থী শফিউল আলম’র মনোনয়ন পত্র বৈধ না হওয়ায় অঙ্গুর-দিপু পরিষদের সহসভাপতি পদে সানোয়ার হোসেন সেন্টু বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন।
একই সাথে একই প্যানেলের নির্বাহী সদস্য পদে হাফিজুর রহমান তার প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন।