মেহেরপুর নিউজ:
অটোচালক কর্তৃক লেগুনা চালককে মারধর করার প্রতিবাদে মেহেরপুর মহাজনপুর সড়কে যাত্রীবাহী লেগুনা চলাচল বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার দুপুরের পর থেকে মেহেরপুর মহাজনপুর সড়কের লেগুনা চলাচল বন্ধ হয়ে যাওয়ার কারণে ওই সড়কে চলাচলকারী যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
মেহেরপুর জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সড়ক সম্পাদক মোঃ হাসিবুল হক জানান বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে লেগুনাচালক সাদ্দাম হোসেন আট কবর থেকে “ছ”-১১-০০১৪ নং লেগুনা মেহেরপুর আসার সময় মুজিবনগর উপজেলার যাতারপুর ব্রিজের দক্ষিণ পাশে পৌঁছার সাথে সাথে ইজিবাইক চালক সাহেব আলী, মতিন, সুজাত, বেশ কয়েকজন অটোচালক লেগুনা থেকে থামিয়ে দিয়ে লেগুনাচালক সাদ্দামকে মারধর করে এবং তার পকেটে থাকা ৬ হাজার ২শ টাকা এবং একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে লেগুনাটি আটক করে রাখে। ওই ঘটনার পর থেকে মেহেরপুর মহাজনপুর সড়কের সমস্ত লেগুনা চলাচল বন্ধ হয়ে যায়। এ ঘটনায় মেহেরপুরের মুজিবনগর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।