মেহেরপুর নিউজ:
মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এন্ড বিএম কলেজের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে সম্মিলিত কুচকাওয়াজ মহড়া অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরের দিকে মেহেরপুর স্টেডিয়াম মাঠে মহড়া অনুষ্ঠিত হয।মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় এন্ড বিএম কলেজের গার্ল ইন স্কাউট, গার্ল গাইডস, মিরপুর জিনিস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ সহ মোট চারটি দল মহড়ায় অংশগ্রহণ করেন।
মেহেরপুর জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ও জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক কে এম আতাউল হাকিম লালমিয়া প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় এন্ড বিএম কলেজের গার্ল গাইড লিডার মারিয়া আক্তার প্যারেড পরিচালনা করেন।