মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার রায়পুর জাগরণী ক্লাবের উদ্যোগে রাইপুর মাঠে অনুষ্ঠিত মার্সেল ফুটবল টুর্ণামেন্টে গাড়াবাড়িয়া একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
শনিবার বিকেলে অনুষ্ঠিত তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল খেলায় গাড়াবাড়িয়া একাদশ ট্রাইবেকারে (১)৫-(১)৪ গোলে ঝাঝা একাদশকে পরাজিত করে। খেলার দ্বিতীয়ার্ধে জীবনের দেওয়া গেলে গাড়াবাড়িয়া একাদশ এগিয়ে যায়।
খেলা শেষ হওয়ার ৪ মিনিট পূর্বে ঝাঝার সাব্বির খেলায় সমতা ফেরান। বাকি সময় আর কোন দলই গোল করতে না পারায় শেষ পর্যন্ত ট্রাইবেকারে মাধ্যমে নিষ্পত্তি ঘটানো হয়।
ট্রাইবেকারে গাড়াবাড়িয়া এর পক্ষে রিপন, মতিন, আরিফ, জীবন ও ইমরান এবং ঝাঝার পক্ষে মিঠু, ইমরান, রকি ও সাব্বির গোল করেন। খেলা শেষে মার্সেলের পক্ষে আলিমুজ্জামান রিমন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
এসময় টুর্নামেন্ট কমিটির আহবায়ক খবির হোসেন, সদস্য আইউব হোসেন কাবুল আলী প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে দুপুরে চিত্রনায়ক আমিন খান মার্সেল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন করেন এবং খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন।