মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৭ মার্চ:
মেহেরপুর অনির্বান ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত অনির্বান মিনি ফুটবল টুর্নমেন্টে জামিন-শামিম একাদশ জয় লাখ করেছে। রোববার অনুষ্ঠিত খেলায় জামিন-শামীম একাদশ ৪-০ গোলে সদর উপজেলার হরিরামপুর সীমান্ত ক্লাবকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে জামিন ২ টি ও ইসমাইল ২ টি গোল করেন।
