মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০২ মার্চ:
মেহেরপুর শহর আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট ইয়ারুল ইসলাম জামায়াত-শিবিরকে হুশিয়ারী করে বলেন, রাতের আধারে নৈরাজ্য সৃষ্টি করে জনগনের জান মালের ক্ষতি করবেন না । এর পরিনাম শুভ হবে না। তিনি মেহেরপুর শহর আওয়ামীলীগের উদ্যোগে বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে এ কথা বলেন।
এদিকে ২৮ ফেব্রুয়ারী সন্ধ্যায় মেহেরপুর শহরে জামায়াত-শিবিরের তান্ডব,নৈরাজ্য,ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর,লুটপাট ও অগ্নি সংযোগের প্রতিবাদে মেহেরপুর শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শহর আওয়ামীলীগ।
আজ শনিবার বিকাল ৫টার দিকে মেহেরপুর বাসস্ট্যান্ড থেকে শহর আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট ইয়ারুল ইসলামের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে মেহেরপুর প্রেসক্লাব চত্বরে শেষ হয়।
মিছিল শেষে শহর আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট ইয়ারুল ইসলামের সভাপতিত্বে এক সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস,সদর থানা অওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব গোলাম রসুল,জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কাশেম,মহাজনপুর ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু,সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুর রব,পিরোজপুর ইউপি আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুস সালাম,জেলা যুবলীগের সভাপতি সাজ্জাদুল আনাম,মুজিবনগর উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুল ইসলাম চান্দু,ছাত্রলীগের সাবেক সভাপতি মফিজুর রহমান,যুবলীগের সাধারন সম্পাদক সাজ্জাদুল আলম,জেলা ছাত্রলীগের সভাপতি সাফুয়ান আহমেদ রুপক প্রমুখ। । প্রমুখ।