ডি এম মকিদ,মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১০ জানুয়ারী:
মেহেরপুর শহরের ঘাটপাড়ায় রাস্তা দখল করে বাড়ী নির্মানের প্রতিবাদ করায় ১নং ওয়ার্ড কাউন্সিলর মনিরুল ইসলাম মনির সামনে রমজান আলীর ছেলে রতনকে পিটিয়েছে মিল ব্যবসায়ী কাবিতুল।
এলাকাবাসী জানান,মিল ব্যবসায়ী কাবিতুল পৌরসভার রাস্তা দখল করে বাড়ী নির্মান করতে যাচ্ছিল।এ খবর জানতে পেরে এলাকাসীরা এর প্রতিবাদ করে্। পরে খবর পেয়ে ১নংওয়ার্ড কাউন্সিলর মনিরুল ইসলাম মনিসহ পৌরসভার কয়েকজন স্টাফ সেখানে যায়। এতে কাবিতুল ক্ষিপ্ত হয়ে কাউন্সিলর মনির সামনে রতনকে বেধড়ক লাঠিপেটা করে।
তবে কাবিতুল পাল্টা অভিযোগ করে বলেন, আজ বৃহস্পতিবার সকালে এলাকাবাসীর সাথে সমঝোতার প্রেক্ষিতে আমি এক ফুট জমি ছেড়ে ঘর নির্মান শুরু করি। হঠাৎ রমজান আলীর দু’ছেলে রতন ও আসাদুল তেড়ে এসে আমাকে মারতে থাকে। এতে আমি রাগ সমলাতে না পেরে রতনকে একটি ঘুষি মারি।
ওয়ার্ড কাউন্সিলর মনিরুল ইসলাম মনি বলেন, দু’পক্ষকে নিয়ে মিমাংসার এক পর্যায়ে আমরা বুঝে ওঠার আগেই কাবিতুল রতনকে একটি ঘুষি মারে।
মেহেরপুর সদর থানার কর্তব্যরত এএস আই পলাশ জানান,এখন পর্যন্ত আমরা কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
