মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৯ মে:
মেহেরপুর শহরে জনপ্রিয় জুয়েলার্সে স্বর্নের বালা বিক্রয় করতে এসে হাতে নাতে আশরাফুল (১৮) ও মুসাইদ (৩৫) নামক দুই চোর কে আটক করে জনগন। একজন পালিয়ে গেলে ও একজন কে র্যাবের হাতে তুলে দিয়েছে জনগন।
জানাগেছে সোমবার সকাল ১০টার দিকে শহরের কাশারি বাজারে জনপ্রিয় জুয়েলার্সে শহরের বেড় পাড়ার হামিদুলের ছেলে আশরাফুল ও একই পাড়ার মসলেম মেম্বারের ছেলে মুসাইদ এক জোড়া স্বর্নের হাতের বালা বিক্রয় করতে আসলে জনপ্রিয জুয়েলার্সের পাসের দোকানদার ডাঃ তারিকের সন্দেহ হলে তাদের কে চ্যালেঞ্জ করলে চোর মুসাইদ কৌশলে পালিয়ে গেলে অপর চোর আশরাফুল কে জনগন ধরে ফেলে গনধোলাই দিয়ে বিকালে র্যাবের হাতে তুলে দেয় বলে জানাগেছে।
