মেহেরপুর নিউজ:
করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ব্যবসায়ী মহল থেকে ব্যাপক সাড়া পাওয়া গেলেও মেহেরপুর শহরে ইজিবাইক চলাচল এর দাপট এখনো কমেনি।
বুধবার সকাল থেকে মেহেরপুর শহরের সকল ব্যবসাপ্রতিষ্ঠান সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে, আন্তঃজেলা সহ দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকলেও দু-একটি গাড়ি ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে।
সকাল থেকে মেহেরপুর শহরের প্রধান সড়কের দুপাশে দেখা গেছে সকল প্রকার ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকতে। সরকারিভাবে ৫ জনের অধিক একত্রে চলাচল নিষিদ্ধ থাকলেও সেগুলো দাপট দেখিয়ে ৬-৭ জনের অধিক যাত্রী তুলে অবাধে চলাচল করছে। অন্য দিনের তুলনায় শহরের বিভিন্ন এলাকায় ইজি বাইক মোটরসাইকেল, রিক্সার যাত্রী বহন করলেও পথচারীদের যাতায়াত অনেকটা কম লক্ষ্য করা গেছে। সকালে সবজির আড়ৎ এবং মাছের আড়তে প্রচুর জনসমাগম দেখা গেছে।