মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৯ আগস্ট:
মেহেরপুর পৌরসভার শহীদ হামিদ সড়কের স্কুল শিক্ষক আবুজার হোসেনর বাড়িতে পটকা বোমার আগুন থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভানোর কাজে সহযোগীতা করতে গিয়ে আহত হয়েছে বাড়ির ছেলে জাহিদুর রহমান জাহিদ। তবে ফায়ার সার্ভিসের টিম দ্রুত ঘটনাস্থলে পৌছানোর কারণে কোন ক্ষয়ক্ষতি হয়নি। মেহেরপুর জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক মেহেরপুর নিউজকে জানান,আহত জাহিদের চোখের নিচে এটা সেলাই হয়েছে। তার অবস্থা বর্তমানে আশংকামুক্ত। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে।
আজ শুক্রবার রাত ৮ টার দিকে বাড়ির ছাদে পটকা বোমা ফোটাচ্ছিল বাড়ির লোকজন। এসময় বিস্ফোরিত বোমার আগুন ছিটকে গিয়ে বাড়ির দেয়ালে রাখা বস্তার উপর পড়লে বস্তা আগুন ধরে যায়। সংবাদ পেয়ে দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌছায় এবং আগুন নিয়ন্ত্রনে আনে।