মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩০ জানুয়ারী:
মেহেরপুর পৌরসভার নং ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুলার আল মামুন বিপুল হত্যার জের ধরে মেহেরপুরের শহরের কাশারীপাড়া একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে ভাঙচুর ও আগুন লাগিয়ে দিয়েছে দূর্বৃত্তরা। আজ বুধবার বেলা ১১ টার দিকে টারবো কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে এ ঘটনা ঘটে। এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে শহরে নিরব উত্তেজনা বিরাজ করছে।
কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক এসএম রাসেল জানান,একদল দূর্বৃত্ত সকাল ১১ টার সময় হঠাৎ এসে আমাকে প্রশিক্ষন কেন্দের মধ্যে থেকে বের করে দেন। এসময় তারা ১৬ টি কম্পিউটার, একটি স্ক্যনার, ৪ টি প্রিন্টার সহ অফিসের আসবাবপত্র ভাংচুর করে তাতে অগ্নিসংযোগ করে। ক্ষয়ক্ষতির পরিমান ১৬ লাখ টাকা হবে বলে জানান প্রতিষ্ঠানের পরিচালক। তবে পুলিশ ও ফায়ার সার্ভিস বলছে, সর্টসার্কিটের কারনে এ অগ্নিকান্ডের ঘটনা। সংবাদ পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস এর একটি টিম ঘটনাস্থলে এসে আধাঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের টিম লিডার হাবিবুর রহমান জানান, ধারনা করা হচ্ছে সর্টসার্কিটে ত্রুটির কারনে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে। অগ্নিকান্ডের ক্ষতির পরিমান ১১ লাখ টাকা হবে বলেও প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।
সদর থানার অফিসার ইনচার্জ আজিজুল হক জানান, ফায়ার সার্ভিসে কর্মরত লোকজন পুলিশকে জানিয়েছেন এটা সর্টসার্কিটের কারনে এধরনের ঘটনা ঘটেছে। তবে আমরা তদন্ত করে দেখছি এটা নাশকতা কিনা। তদন্তের আগে বলা যাবেনা আসলে কি ঘটেছে।
তবে স্থানীয় কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, একদল সন্ত্রাসী এখানে হামলা চালিয়ে প্রথমে ভাংচুর চালায়। ভাংচুর শেষে তারা সেখানে আগুন লাগিয়ে পালিয়ে যায়।
