মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৩ জুন:
মেহেরপুর শহরের ওয়াপদা মোড়ে মেহেরপুর সদর থানার পুলিশের কাছ থেকে ওয়ারেন্ট ভুক্ত নাকরাম (৩০) নামের এক আসামী কে জনগন ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়।
জানাগেছে, মঙ্গলবার বিকাল ৫টার সময় শহরের দিঘির পাড়ার মজিবারের ছেলে নাকরাম কে সদর থানার এ এস আই জাহাঙ্গীর আটক করে থানায় নিয়ে যাওয়ার সময় ওয়ারেন্ট ভুক্ত আসামী নাকরাম এ এস আই জাহাঙ্গীরের সাথে ধস্তাধস্তী করে। এসময় এ এস আই জাহাঙ্গীর নাকরাম কে একটি থাপ্পর মারলে স্থানিয় জনগন তখন পুলিশের কাছ থেকে আসামী নাকরাম কে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে খবর পেয়ে সদর থানার এস আই মকবুল হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে নাকরাম কে থানায় নিয়ে আসার চেষ্টা চালিয়ে ব্যার্থ হয়। পরে মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম ও ওসি তদন্ত মাসুদ আলী ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওয়ারেন্ট ভুক্ত আসামী নাকরাম কে জনগনের কাছ থেকে উদ্ধার করে মেহেরপুর সদর থানায় নিয়ে আসে। মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ জানান, দিঘির পাড়ার মজিবরের ছেলে নাকরামের নামে জে আর ২৮২/৯ একটি ওয়ারেন্ট সদর থানায় আছে ।সদর থানার এ এস আই জাহাঙ্গীর গোপন পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ওয়াপদা মোড়ে থেকে তাকে আটক করে তার মটর সাইকেলে করে থানায় নিয়ে আসতে চাইলে আসামী নাকরাম থানায় আসতে রাজি না হয়ে এ এস আই জাহাঙ্গীরের সাথে খারাপ আচারণ সহ ধস্তাধস্তী শুরু করলে জাহাঙ্গীর তখন আসামী নাকরাম কে একটি থাপ্পর মারলে স্থানিয় জনগন পুলিশের উপর চড়াও হয়ে নাকরাম কে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে। বুধবার তাকে আদালতে হাজির করা হবে।
