মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৬ জানুয়ারী:
মেহেরপুর শহরের মুক্তি রাইচমিলের পরিত্যক্ত জায়গায় বোমার কোঁটায় জড়ানো টেপ খুলতে গিয়ে বিস্ফোরিত বোমায় ঝলসে গেছে জিরন(১৮) নামের এক মোটরসাইকেল মেকারের ডান হাতের পাঞ্জা ও আংগুল সহ দেহের বিভিন্ন অংশ। বর্তমানে সে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে বোমার আলামত উদ্ধার করেছে।
মেহেরপুর জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক মেহেরপুর নিউজকে বলেন,আহত জিরনের অবস্থা আশংকাজনক। তার ডান হাতের কবজি কেটে ফেলতে হবে। বর্তমানে তার অপারেশন চলছে।
এদিকে বিষয়টি সম্পর্কে জিজ্ঞাসাবাদের জন্য মোটরসাইকেল সার্ভিস সেন্টারের মালিক বিপুলকে আটক করেছে পুলিশ।
মেহেরপুরের পুলিশ সুপার মোফাজ্জেল হোসেন এবং সদর থানার ওসি আজিজুল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মেহেরপুরের পুলিশ সুপার মোফাজ্জেল হোসেন ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের বলেন,ঘটনার সাথে দু’জনের মধ্যে আহত জিরনকে পাওয়া গেছে কিন্তু অপর ব্যক্তিকে পাওয়া যাচ্ছেনা। পুলিশ অভিযান চালাচ্ছে। তিনি বলেন,বিষয়টি কিছুটা রহস্যজনক মনে হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
আজ বুধবার বেলা আড়াইটার দিকে মেহেরপুর শহরের কাসারী পাড়ার বিপুল মোটরসাইকেল সার্ভিস সেন্টারের মেকার শহরের মল্লিক পাড়ার চা বিক্রেতা আনারুল ইসলামের ছেলে জিরন(১৮) তার সহযোগী এক বন্দ্ধুকে নিয়ে দোকানের পিছনে মুক্তি রাইচমিলের ভিতরে পরিত্যক্ত স্থানে প্রস্রাব করার অজুহাতে যায়। এসময় তারা জর্দ্দার কোটায় টেপ জড়ানো একটি বস্তু দেখতে পেয়ে হাতে নিয়ে নাড়াচাড়া করতে গিয়ে সেটি জিরনের হাতের ওপর বিকট শব্দে বিস্ফোরিত হয়। বিস্ফোরিত বোমায় জিরন আহত হলেও বেঁচে যায় তার সহযোগীরা।
মেহেরপুর সদর থানার ওসি আজিজুল হক জানান,বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার তদন্তের জন্য একজনকে আটক করা হয়েছে।
