আবু আক্তার,মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৬ জানুয়ারী:
মেহেরপুর জেলা শহরের কাথুলী সড়কের মান্নানের ভাংড়ির দোকানে নাড়াচড়া করার সময় অসাবধনতাবশত:শক্তিশালী একটি বোমার বিস্ফোরন ঘটে। বিস্ফোরিত বোমায় ঝলসে গেছে মেহেরপুর সদর উপজেলার বারাদী গুচ্ছ গ্রামের আরজ আলী’র ছেলে টোকাই বাকিরুল(৩২) এর দেহের বিভিন্ন অংশ। বর্তমানে সে মেহেরপুর জেনারেল হাসপাতালে পুলিশ পাহারায় চিকিৎসাধীন রয়েছে। তবে এ ঘটনার সাথে জড়িত সন্দেহে এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।
মেহেরপুর জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক মেহেরপুর নিউজকে বলেন,আহত বাকিরুলের হাতের আংগুল উড়ে গেছে এবং মুখমন্ডল সহ দেহের বিভিন্ন অংশ ঝলসে গেছে। তার অবস্থা আশংকাজনক।
এদিকে পুলিশ ঘটনাস্থল থেকে আরোও ৫ টি শক্তিশালী তাঁজা বোমা উদ্ধার করে। উদ্ধার করা বোমা গুলি বিস্ফোরিত বোমার মতন বেশ শক্তিশালী বলে সদর থানার ওসি জানিয়েছেন। বোমা গুলি নিষ্ক্রিয় করার লক্ষে সদর থানা চত্বরে বালতি ভর্তি পানিতে ডুবিয়ে রাখা হয়েছে বলে মেহেরপুর সদর থানা পুলিশ জানিয়েছে।
মেহেরপুরের পুলিশ সুপার মোজাফফর হোসেন ঘটনাস্থল এবং মেহেরপুর সদর হাসপাতাল পরিদর্শন করেছেন।
পুলিশ সুপার মোজাফফর হোসেন হাসপাতালে উপস্থিত সাংবাদিকদের বলেন,ভাংড়ির দোকানে বোমা বিস্ফোরনের ঘটনা এবং থানার পাশ থেকে বোমা কুড়িয়ে পাওয়ার বিষয়টি রহস্যজনক মনে হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,আজ রোববার সন্দ্ধ্যার পরপরই আহত টোকাই বস্তায় করে থানার পাশে কুড়িয়ে পাওয়া ৬ টি বোমা বিক্রির উদ্দেশ্য কাথুলী সড়কের মান্নানের ভাংড়ির দোকানে নিয়ে যায়। বোমা গুলি বস্তা থেকে বের করতে গিয়ে নাড়াচড়ায় একটি বোমা’র বিস্ফোরন ঘটে। এসময় বিস্ফোরিত বোমার বিকট শব্দে শহর কেঁপে উঠে। বিস্ফোরিত বোমায় আহত হয় টোকাই বাকিরুল। আশেপাশের লোকজন ছুটে গিয়ে রক্তাক্ত বাকিরুলকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয় এবং পুলিশকে সংবাদ দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে আরোও ৫ টি তাঁজা বোমা উদ্ধার করে।
আহত বাকিরুল মেহেরপুর নিউজকে বলেন,বোমা গুলি সে মেহেরপুর সদর থানার পাশ থেকে কুড়িয়ে পেয়েছে। বুঝতে না পেরে বিক্রির জন্য বোমা গুলো সে ভাংড়ির দোকানে নিয়ে আসে।
মেহেরপুর সদর ওসি বলেন,দোকানের মালিক মান্নানের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। আসলে বোমা গুলো ভাংড়ির ব্যবসার আড়ালে বেঁচাকেনা করা হচ্ছিল কিনা সেটা তদন্ত করে দেখা হচ্ছে। নাকি বোমা গুলি শহরে বড় ধরনের হামলা চালানোর উর্দ্দেশ্য নিয়ে আসা হয়েছিল এ বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে।
