মেহেরপুর নিউজ ২৪ ডটকম,২৬ এপ্রিল:
মেহেরপুর শহরের উপকন্ঠে সরকারী মহিলা কলেজের পিছনে ছিনতাইকারীদের হাতে শামিম (২২) ও সোহেল (৩৫) নামের দুই জন আহত হয়েছে এবং অপরদিকে মেহেরপুর ঝাউবাড়িয়া সড়কে ছিনতাইকারীরা রিপন (৩৮) নামে এক মটরসাইকেল চালক কে কুপিয়ে আহত করে। আহতরা সকলেই বর্তমানে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহতরা বর্তমানে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। হাসপাতালে কর্তব্যারত ডাক্তার মেহেরপুর নিউজ কে জানান, আহতদের ভিতরে শামিমের অবস্থা আশংকা জনক। এঘটনায় সদর থানার এসআই মিজান মল্লিক পাড়ার আক্কাচের ছেলে কাঁনা রানা কে আটক করেছে।
আহতরা জানান, বৃহস্পতিবার রাত্রি সাড়ে ৮টার দিকে শহরের মন্ডল পাড়ার মৃত শাজাহানের ছেলে শামিম মহিলা কলেজের পিছন দিয়ে বড় বাজার যাওয়ার সময় ১০/১৫ জনের এক দল যুবক তাকে গতিরোধ করে বেধরক মারপিট শুরু করে এবং শামিমের কাছে থাকা নগত দুই হাজার টাকা ১টি মোবাইল সেট সহ বাইসাইকেল ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। একই সময় শহরের ঘোষ পাড়ার সরোয়ারের ছেলে সোহেল যাওয়ার সময় তাকে ও ছিনতাইকারীরা মারধর করে মোবাইল নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায় । পরে আহতদের চিৎকারে স্থানিয় লোকজন ছুটে এসে তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জেনারেল হাসপাতালে ভর্তি করে।
অপরদিকে , বৃহস্পতিবার রাত্রি ৯টার দিকে মেহেরপুর শহর থেকে ঝাউবাড়িয়া গ্রামের খালেক বিশ্বাসের ছেলে রিপন ব্যাক্তিগত কাজ শেষে বাড়ি ফেরার পথে ঝাউবাড়িয়া সড়কে তালতলা নামক স্থানে পৌছালে আগে ওৎপেতে থাকা ছিনতাইকারীরা গাছের সাথে রশি বেধে মটরসাইকেলের গতিরোধ করে মটরসাইকেল চালক রিপন কে কুপিয়ে আহত করে তার কাছে থাকা নগত টাকা মোবাইল ও মটরসাইকেল নিয়ে যাওয়ার সময় টহল পুলিশের সামনে পড়ে মটরসাইকেল ফেলে ছিনতাইকারীরা পালিয়ে যায়।
পরে পুলিশ মটরসাইকেল ও আহত রিপন কে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
সদর থানার ওসি আজিজুল হক মেহেরপুর নিউজ কে জানান, আহতরা রানা নামের এক ছিনতাইকারীকে চিনতে পারে। পরে তাকে পুলিশ আটক করেছে। এবং বাকিদের আটকের চেষ্টা চলছে।