মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৮ মার্চ:
রোববার বিকাল ৫ টায় মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রাক্কালে নির্বাচিত সদসস্যেদের পদবিন্যাসকে কেন্দ্র করে নির্বাচনের ৮ দিনের মাথায় ৩ জন নব নির্বাচিত সদস্য তাদের পদত্যাগ পত্র জমা দিয়েছে জেলা শিল্পকলা একাডেমীর সভাপতি’র কাছে ।
গত ১০ মার্চ মেহেরপুর জেলা শিল্পকলার সাধারন সদস্যদের ভোটে নির্বাচিত ১০ সদস্য সহ জেলা প্রশাসকের মনোনিত ৩ জন সদস্য সহ সর্ব মোট ১৩ জন সদস্যকে নিয়ে রোববার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শিল্পকলার নির্বাহী কমিটি গঠন করা হয় । নির্বাহী কমিটি গঠনের সময় নিশান সাবের, মোঃ মোমিনুল ইসলাম ও জাহিদ হাসান রাজিব পদত্যাগ পত্র জমা দেয় ।
এদিকে একটি সূত্র থেকে জানা যায় নির্বাচিত নির্বাহী কমিটির সহ-সভাপতি হয়েছেন মেহেরপুর সদর থানার নির্বাহী কর্মকর্তা শাহ মোমিন,ও অধ্যপক নুরুল আহমেদ,সাধারন সম্পাদক সহযোগী অধ্যাপক সাইদুর রহমান, যুগ্ম সম্পাদক সাংস্কৃতিক কর্মী জসিউর রহমান বকুল ও নাট্য শিল্পী আঃ ওয়াদুদ, কোষাধক্ষ্য বেতার ও টিভি শিল্পী আশরাফ মাহমুদ ।
এদিকে নব নির্বাচিত ৩ সদস্য নিশান সাবের, মোঃ মোমিনুল ইসলাম ও জাহিদ হাসান রাজিব পদত্যাগ পত্র জমা দেওয়ার খবর শহরে ছড়িয়ে পড়লে মেহেরপুর জেলার সাংস্কৃতিকর্মী ও সংগঠকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে ।
পদত্যাগ পত্র জমা দেওয়ার বিষয় সম্পর্কে নিশান সাবের বলেন, মেহেরপুরের মানুষ যে প্রত্যাশা নিয়ে আমাকে ভোট দিয়েছেন। সেই ক্ষেত্রে জেলা প্রশাসনের উদ্যোগে শিল্প কলায় প্রত্যাশা আনুযায়ী কাজ করা সম্ভাব নয় এই বিবেচনা করে পদত্যাগ পত্র জমা দিয়েছি ।
