মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির আয়েজনে গণজাগরণের শিল্প আন্দোলন সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাতে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা সাংস্কৃতিক উৎসবের সংগীত, নৃত্য পরিবেশন করেন। এর আগে জেলা প্রশাসক মোঃ শামীম হাসান সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমি সাধারণ সম্পাদক সাইদুর রহমান। অনুষ্ঠানে অন্যদের মধ্যে পি পি পল্লব ভট্টাচার্য, মেহেরপুর জেলা বি এম এ’র সভাপতি ডাঃ আবুল বাশার, তার সহধর্মিনী নিলুফার বাসার, জেলা শিল্পকলা একাডেমির সহ-সভাপতি নুরুল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।