মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৯ মে:
টানা ১৩ দিন পরে মেহেরপুর জেলা সদরের শোলমারী গ্রাম থেকে নিখোঁজ ৩ কিশোরের মধ্য থেকে এক কিশোর ফিরে এসেছে। বুধবার শোলমারী গ্রামের কুয়েত প্রবাসী মোশারফের ছেলে হাবিবুর ভারত থেকে শোলমারী সীমান্তে পৌঁছালে বিজিবি’র একটি টহলদল তাকে আটক করে শোলমারী ক্যাম্পে নিয়ে আসে।
ভারত থেকে ফিরে আসা কিশোর হাবিবুর জাসায় গত ৬ মে একই গ্রামের সাইদার আলীর ছেলে মিলনের কথামত মিলন আমি ও মাসুম সীমান্তের ১২৮ নং মেইন পিলারের পাশে কালভার্টের ভেতর দিয়ে ভারতে চলে যাই। কিছুদূর যাবার পর আমরা একটি ট্রাকে উঠি। ট্রাকযোগে নদীয়া জেলার ভান্ডার খোলা গ্রামে পৌঁছায় এবং ওই ট্রাক মালিকের সাথে যোগাযোগ করে আমরা ৩ জনই হেলপারের কাজে লেগায়। ৭ম শ্রেনীর ছাত্র হাবিব জানায়, ৭ মে থেকে ট্রাকযোগে আমরা ভারতের বিভিন্ন স্থান ঘোরার পর আমার আর ভাল না লাগায় মালিকের কাছ থেকে ছুটি নিয়ে চলে আসি। মিলন বর্তমানে ভান্ডার খোল ও মাসুম কাঁঠালিয়া গ্রামে কাজ করছে বলে সে আরও জানায়। এদিকে বুধবার ভারত ফেরত হাবিুবুরকে সীমান্ত এ লাকা থেকে আটক করে বিজিবি সদস্যদের তত্বাবধানে রেখে দেয়।
