মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৮ মার্চ:
মেহেরপুর সদর থানার গেটের মোড়ে দ্রুতগতি সম্পূর্ণ মোটরসাইকেল ও শ্যালোইঞ্জিন চালিত যান আলমসাধুর সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনা ঘটেছে। দূর্ঘটনায় আহত হয়েছে দু’সহোদর ভাই। আহত মেহেরপুর শহরের চক্রপাড়ার জালালের ছেলে রুমেল এবং সোহেল বর্তমানে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে । মেহেরপুর জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক জানান,আহত রুমেলের বাম পা ভেঙ্গে গেছে।
জানা যায়,আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩ টার দিকে মেহেরপুর সদর উপজেলার ইছাখালি গ্রামের আরজান শাহ-এর মাজার থেকে ওরশ দেখে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিল শহরের চক্রপাড়ার দু’ভাই রুমেল ও সোহেল। তারা মোটরসাইকেল নিয়ে সদর থানার গেটের সমানের মোড় ঘুরতে গিয়ে অপরদিক থেকে আসা একটি আলমসাধুর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেল চালক ও আরোহী দু’জন সড়কের পাশে ছিটকে পড়ে। রাস্তার লোকজন তাদের উদ্ধার করে দ্রুত মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠায়।
