মেহরেপুর নিউজ:
মেহেরপুর সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেছেন। বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ৬০৯ জন সহযোগী অধ্যাপককে পদোন্নতি দিয়ে অধ্যাপক করা হয় রফিকুল ইসলাম তার মধ্যে একজন। এ ব্যাপারে বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে।
১৯৬৫ সালের ১০ জানুয়ারি মেহেরপুর জেলার গোপালপুর গ্রামের জন্মগ্রহণকারী রফিকুল ইসলাম ১৯৯৩ সালে ১৪ তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের প্রভাষক হিসাবে মেহেরপুর সরকারি কলেজে চাকরি জীবন শুরু করেন।
২০০৫ সালে সহকারি অধ্যাপক, ২০১৩ সালে সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি লাভ করেন। এক কন্যা এক পুত্র সন্তানের জনক রফিকুল ইসলাম আমলা সরকারি কলেজ, কলারোয়া সরকারি কলেজ, কোটচাঁদপুর সরকারি কলেজ, রাজশাহী কলেজে সুনামের সাথে চাকরি করার পর ২০১৪ সালে উপাধ্যক্ষ হিসাবে মেহেরপুর সরকারি কলেজে এবং ২০১৭ সালে মেহেরপুর সরকারি মহিলা কলেজ উপাধ্যক্ষ হিসেবে যোগদান করেন।
বর্তমানে তিনি সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে কর্মরত রয়েছেন। অত্যন্ত বিনয়ী হিসেবে পরিচিত রফিকুল ইসলাম এর আগে ২০১৯ সালে নটিংহাম ইউনিভার্সিটি মালয়েশিয়াতে লিডারশিপ কোর্সে অংশ গ্রহণ করেন। এছাড়াও বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বি এন সি সি) এর সুন্দরবন রেজিমেন্টের কমিশনপ্রাপ্ত সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে দায়িত্ব পালন করার পাশাপাশি মেহেরপুর জেলা রোভারের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন।