মো: আবু আক্তার,মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৯ জানুয়ারী:
আজ বৃহস্পতিবার মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা সীমান্ত থেকে এক কোটি টাকার ভারতীয় ওষুধ উদ্ধার করেছে র্যাব-৬ গাংনী ক্যাম্পের সদস্যরা। তবে এই ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি র্যাব।
র্যাব-৬ ক্যাম্পের কমান্ডিং অফিসার লেঃ কর্নেল (বিএম) সাজ্জাদ রায়হান জানান, বুধবার শেষ রাতে ভারত থেকে একটি বড় ঔষধের চালান আসবে এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যর একটি দল রাতে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা সীমান্তের ১১৭ নং মেইন পিলারের নিকট অবস্থান নেই। আজ প্রথম সকালে ৬-৭ জন চোরাকারবারী ঔষধ নিয়ে বাংলাদেশের সীমান্তের নোম্যান্স ল্যান্ডে প্রবেশ করলে র্যাব সদস্যরা তাদের ঘিরে ফেলে। এসময় তারা ওষুধ ভতি কার্টুনগুলো ফেলে ভারতে পালিয়ে যায়। এরপর তারা ওষুধগুলো উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসে। উদ্ধারকৃত ওষুধের মধ্যে যৌন উত্তেজক ট্যাবলেট সহ ১৮ রকমের ওষুধ আছে। উদ্ধারকৃত ওষধের মধ্যে রয়েছে, ভেন্টলিন ইনহেলার, নেচুরেল ক্যাপসুল, সুমাটোসলিন ইনজেকশন, ফারমোরু বিসিন,আরসেনেক ট্যাবলেট,জোসিন ক্যাপসুল, ইউরিমেক -৭ ক্যাপসুল, ওরসিপ্রিনেটিন (বিপি), এডমেনফা-৫, মেথিসিবাল ট্যাবলেট,এটারেক ক্যাপসুল, হিস্টোগোব ক্যাপসুল, গ্যাসটোন ট্যাবলেট, রেডিমাইড ক্যাপসুল, ক্লোনিক ক্যাপসুল, এডাক্লিন ক্যাপসুল ও যৌণ উত্তেজক সেনেগ্রা ক্যাপসুল।উদ্ধারকৃত ঔষধের আনুমানিক মূল্য এক কোটি টাকার উপরে বলে জানিয়েছে র্যাব।
এছাড়াও একই দিন গাংনী উপজেলার বামুন্দি বাজারের জুলফিকার আলী নামে এক ব্যবসায়ীর দোকান থেকে বিএসটিআই অনুমোধন বিহীন এক লাখ টাকা মূলের ৭২৫ বোতল পাওয়ার এনার্জি ড্রিংক্স উদ্ধার করে র্যাব।