মেহেরপুর নিউজ:
মেহেরপুর সোনালী ব্যাংকের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলের দিকে সোনালী ব্যাংক প্রাঙ্গণে এ সকল শীতবস্ত্র বিতরণ করা হয়।
সোনালী ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মোঃ আব্দুল মাজিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র তুলে দেন। এ সময় মেহেরপুর শাখার ব্যবস্থাপক কামাল হোসেন, প্রিন্সিপাল অফিসার সিরাজুল ইসলাম, এনামুল হক, সিনিয়র অফিসার বশির উদ্দিন, ফাতিমা জান্নাত, শবনম মল্লিক, শারমিন আক্তার, আব্দুল হাকিম প্রমুখ উপস্থিত ছিলেন।