মেহেরপুর নিউজ:
মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত কিউট প্রথম বিভাগ হ্যান্ডবল লিগের দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হয়েছে। ৪ গ্রুপের সেরা ৪টি দল নিয়ে সুপার লিগ দ্বিতীয় রাউন্ডে প্রথম খেলায় শিরোপা প্রত্যাশী বর্তমান চ্যাম্পিয়ন বামুনপাড়া বটতলা একাদশ এবং দুরন্ত হোটেল বাজার প্রথম খেলায় অংশগ্রহণ করে।
দ্বিতীয় রাউন্ডের প্রথম খেলায় শিরোপা প্রত্যাশী দুরন্ত হোটেল বাজার উড়ন্ত সূচনা করেছে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় দুরন্ত হোটেল বাজার ৮-৬ গোলে বর্তমান চ্যাম্পিয়ন বামনপাড়া বটতলা একাদশকে পরাজিত করে।
খেলায় বিজয়ী দলের পক্ষে রাফিউল ৪টি, মারুফ ২ টি, চপল ও আবির ১টি করে গোল করেন। বামনপাড়া বটতলা একাদশের পক্ষে শাহিন ২টি, সাদ্দাম ২টি, শিশির ও সজীব একটি করে গোল করেন। খেলাটি পরিচালনা করেন কামাল হোসেন মিন্টু ও আব্দুল কুদ্দুস। তাদের সহযোগিতা করেন স্বপন।