মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৬ জানুয়ারী:
মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে ও বিসিবি’র সহযোগিতায় রোববার মেহেরপুর স্টেডিয়াম মাঠে ইয়াং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট লিগের উদ্বোধন করা হয়েছে। মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার শাহ মোমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইয়াং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট লিগের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সালেহ উদ্দিন আহমেদ আবলু উপস্থিত ছিলেন। এই লিগে মোট ৮ টি স্কুল অংশ গ্রহণ করছে। উদ্বোধনী খেলায় মেহেরপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ জয় লাভ করেছে।
খেলায় টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ১৮২ রানের বিশাল ব্যবধানে কুলবাড়িয়া মাধ্যামিক বিদ্যালয়কে পরাজিত করে।
প্রথমে ব্যাট করতে নেমে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ৪৬ ওভার ৫ বলে ২৮৩ রানের বিশাল পাহাড় সমান স্কোর গড়ে তোলে। দলের পক্ষে ইমরান সর্বোচ্চ ৪৫ রান করে। কুলবাড়িয়া মাধ্যামিক বিদ্যালয়ের রিংকু ৪ টি উইকেট লাভ করেন।
জবাবে খেলতে নেমে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ইমরান ও তরিকুলের বিধ্বংশী বোলিংএর মুখে কুলবাড়িয়া ৩০ ওভার ১ বলে মাত্র ১০১ রান করে সবাই আউট হয়ে যায়। সাব্বিউল দলের পক্ষে সর্বোচ্চ ২৯ রান করে। টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ইমরান ও তরিকুল ঊভয় ৪ টি করে উইকেট লাভ করে।