মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে সদর উপজেলার বারাদী বাজারে অভিযান চালিয়ে পুরাতন স্বাস্থ্য সতর্কতা সম্বলিত ২৭৫০ শলাকা আজিজ বিড়ি জব্দ করা হয়েছে।
শনিবার দুপুরের দিকে এ অভিযান চালানো হয়। মেহেরপুর সদর উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর তারিকুল ইসলাম এর নেতৃত্বে অভিযানে মেহেরপুর সদর উপজেলার মদনাডাঙ্গা গ্রামের আব্দুল মালেকের ছেলে আমানুল্লাহর কাছ থেকে পুরাতন স্বাস্থ্য সতর্কতা সম্বলিত ২৭৫০ শলাকা আজিজ বিড়ি জব্দ করা হয়।
ধুমপান ও তামাকজাত দ্রুব্য ব্যবহার ও নিয়ন্ত্রণ আইন অনুযায়ী এই পুরাতন বিড়ি জব্দ করা হয়েছে। ইতোপূর্বে ঐ ব্যাক্তি কাছ থেকে ৩ বার আজিজ বিড়ি কোম্পানির পুরাতন স্বাস্থ্য সতর্কতা সম্বলিত আজিজ বিড়ি জব্দ করা হয়েছিলো। আজিজ বিড়ি কোম্পানির বিক্রয় প্রতিনিধি মোঃ আমানুল্লাহ জানান মেহেরপুর হোটেল বাজারের পলাশ ষ্টোরের মালিক মোঃ সুরত আলী উক্ত আজিজ বিড়ির পরিবেশক।