মেহেরপুর নিউজ:
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যার্বতন দিবস উপলক্ষে মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব কারণে অসহায় কর্মহীন মানুষের মাঝে দোয়া ও ইফতার বিতরন করা হয়েছে।
সোমবার বিকালে স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আরিফুল এনাম বকুলের নেতৃত্বে শহরের শিল্পকলা একাডেমি এলাকায় দলীয় কার্যালয়, কোর্ট মোড়, বামন পাড়া, হোটেল বাজার, বড় বাজার, কলেজ মোড়ে ৬টি স্থানে ১ হাজার জনের মাঝে ইফতার বিতরন করা হয়।
এসময় স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আরিফুল এনাম বকুল বলেন, জনপ্রশাসন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এম’পির নির্দেশে জেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে আমরা অসহায় মানুষের মাঝে ইফতার বিতরন করেছি।
তিনি আরও বলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আফজাজুল রহমান বাবু ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশে দোয়া ও ইফতার বিতরণের উদ্বোধন করেন। ইফতার বিতরন কাজে সহযোগীতা করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক আরিফ সোবাহান, সদর উপজেলা আহব্বাহক সানোয়ার হোসেন শহর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল বিশ্বাস, মুজিবনগর উপজেলা সভাপতি বিল্লাল হোসেন বিপ্লব ও সাধারণ সম্পাদক আরিফসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দরা।