মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১২ জানুয়ারী:
মেহেরপুর হোটেল বাজার সমিতির সাবেক সভাপতি , বিশিষ্ট ক্রীড়াবিদ, সংগঠক ,অরনি থিয়েটারের উপদেষ্টা ও প্রাক্তন পৌর চেয়ারম্যন মরহুম নুরু বক্সের সেজো ছেলে আবুহেনা মোস্তফা কামাল বাবলু ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন )।
আজ শনিবার দুপুর ২ টায় ঢাকাস্থ বাসভবনে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৫ বৎসর। তিনি স্ত্রী,এক ছেলে ও দু’মেয়েসহ অসংখ্য গ্রনগ্রাহী রেখে গেছেন। তিনি দির্ঘদিন যাবত বিভিন্ন রোগে আক্রান্ত্র হয়ে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসা নিচ্ছিলেন।
আগামিকাল রবিবার সকাল ১০ টায় হোটেল বাজার জামে মসজিদে মরহুমের জানাযার নামাজ শেষে চুয়াডাঙ্গা রোডের পৌর কবরস্থানে দাফন করা হবে বলে মরহুমের পারিবারিক সূত্রে জানা গেছে।
