মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩০ মে:
মেহেরপুর ডিবি পুলিশের একটি দল মঙ্গলবার মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩২ বোতল ফেনসিডিলসহ এক যুবককে আটক করেছে। মঙ্গলবার সকালের দিকে ওই অভিযান চালানো হয়।
জানা গেছে, মেহেরপুর ডিবি পুলিশের এসআই হাসানুজ্জামানের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল মেহেরপুর শহরের চক্রপাড়া এলাকা থেকে মেহেরপুর সদর উপজেলা হরিরামপুর গ্রামের মনিরুজ্জামানের ছেলে বুলবুলকে (২২) আটক করে। এসময় তার কাছ থেকে ৩২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এই ব্যাপারে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
