মেহেরপুর নিউজ:
নার্সিং মিডওয়াইফারি অধিদপ্তর (ডিজিএনএম) এর মহাপরিচালক মাকসুরা নূরের পদত্যাগ সহ নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক ও পরিচালক পদে এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্ট্রার পদে উচ্চশিক্ষিত ও অভিজ্ঞ নার্স কর্মকর্তাগণকে পদায়ন করার দাবিতে মানববন্ধন করেছে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে কর্মরত নার্সরা।
মঙ্গলবার সকালে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মেহেরপুর জেলা নার্সিং ও মিডওয়াইফারী সংস্কার পরিষদের প্রধান সমন্বয়ক মোছাঃ কাঞ্চনমালার নেতৃত্বে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল প্রাঙ্গনে এ মানববন্ধন করা হয়।