মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৪ জানুয়ারী:
বেসরকারী স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল মোহনা’র মেহেরপুর জেলা প্রতিনিধি হিসেব নিয়োগ পেলেন সাংবাদিক আবু অক্তার।
আজ বৃহস্পতিবার বিকাল ৫টার সময় ঢাকার মিরপুরস্থ মোহনা টেলিভিশনের কার্যালয়ে টেলিভিশনের চেয়ারম্যান আলহাজ্ব কামাল আহমেদ মজুমদার স্বাক্ষরিত ৫৫১/২০১৩ নং স্মারকের নিয়োগ পত্রটি আবু আক্তারের হাতে তুলে দেন ন্যাশনাল ডেস্ক ইনচার্জ ইমরান হোসেন।
সাংবাদিক আবু আক্তার এর আগে মাই টিভির মেহেরপুর প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন।এছাড়া তিনি মেহেরপুরের প্রথম অনলাইন নিউজ পোর্টাল মেহেরপুর নিউজের সিনিয়র স্টাফ রিপোর্টার হিসেবে বর্তমানে কর্মরত আছেন।এ নিয়োগ পাওয়ার পরপরই আবু আক্তার মেহেরপুর নিউজের মাধ্যমে তার পেশাগত দ্বায়িত্ব পালন করার লক্ষ্য সকলের সহযোগীতা ও দোয়া কামনা করেছেণ।
এদিকে তার এ খবন পেয়ে তার সফলতা কামনা করে তাকে অভিনন্দন জানিয়েছেন মেহেরপুর নিউজের চেয়ারম্যান ও মেহেরপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক পলাশ খন্দকার,সাবেক সাধারন সম্পাদক এনটিভি ও প্রথম আলোর মেহেরপুর প্রতিনিধি তুহিন আরন্য,চ্যানেল আই ও যায় যায় দিনের মেহেরেপুর প্রতিনিধি গোলাম মোস্তফা, সময় টেলিভিশন ও অর্থনিতি প্রতিদিনের মেহেরপুর প্রতিনিধি মীর সউদ আলী চন্দন,মেহেরপুর নিউজের বার্তা সম্পাদক ও দৈনিক ডেসটিনির মেহেরপুর প্রতিনিধি ইয়াদুল মোমিন,বাংলাদেশ প্রতিদিনের মেহেরপুর প্রতিনিধি মাহবুবুল হক পোলেন,দৈনিক স্বাধীনমতের মেহেরপুর প্রতিনিধি মুজাহিদ মুন্না,আমাদের সময়ের মেহেরপুর প্রতিনিধি মীর মাহলায়েল শিশির,বাংলা নিউজ ২৪ ডট কমের মেহেরপুর প্রতিনিধি জুলফিকার আলী কানন,টাইগার নিউজের মেহেরপুর প্রতিনিধি ডিএম মকিদ,ওয়ান নিউজ বিডির মেহেরপুর প্রতিনিধি সাইদ হোসেন সহ মেহেরপুর জেলায় কর্মরত প্রিন্টও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা।
