মেহেরপুর নিউজ ২৪ ডট কম ২৭ মার্চ:
মেহেরপুর মুজিবনগর থানা পুলিশ শুক্রবার রাতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ইউনুচ আলীকে (৫৩) গ্রেফতার করে হাজতে প্রেরণ করেছে। ২০০৭ সালে ইউনুচ আলী হেরোইন রাখায় দায়ে আটক হলে আদালত স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
জানা গেছে, মেহেরপুর মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের আনন্দবাস গ্রামের ওসমান আলীর ছেলে ইউনুচ আলী একজন মাদকব্যবসায়ী ও মাদকসেবী। ২০০৭ সালের ৯ জুলাই সে হেরোইনসহ আটক হলে মুজিবনগর থানায় মাদক আইনে মামলা হয়। আদালত থেকে সে জামিনে মুক্তি পায়। মামলার স্বাক্ষ্য প্রমাণে দোষী প্রমাণিত হওয়ায় গত ৬ মার্চ মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচাবক তাকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন। রায়ের পর থেকে সাজাপ্রাপ্ত আসামি ইউনুচ আলী পলাতক থাকে।
শুক্রবার ঝিনাইদহ ডিবি পুলিশ তাকে ঝিনাইদহ থেকে গ্রেফতার করে। খবর পেয়ে মুজিবনগর থানা পুলিশের এসআই মধূসুধন সঙ্গীয় ফোর্স নিয়ে ওই রাতে তাকে ঝিনাইদহ থেকে মুজিবনগর থানায় আনেন। শনিবার পুলিশ তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করে।