মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩১ অক্টোবর:
জামায়াত নেতা গোলাম আযম, দেলোয়ার হোসেন সাঈদী, মতিউর রহমান নিজামী, আলী আহসান মোঃ মুজাহিদসহ যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের উদ্যোগে রোববার মেহেরপুরে মুক্তিযোদ্ধাদের র্যালি ও মানব বন্ধন করা হয়। জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কাশেমের নেতৃত্বে মুক্তিযোদ্ধাদের র্যালিটি মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কার্যালয় থেকে শুরু করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসন চত্বরের সামনে শেষ হয়।
এ সময় সেখানে একটি মানব বন্ধন কর্মসূচী পালন করা হয়। জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কাশেমের নেতৃত্বে অনুষ্ঠিত মানব বন্ধনে অন্যান্যের মধ্যে মুক্তিযোদ্ধা আবুল হায়াত, বরকত আলী, আজিজুল হক, আব্দুর রশিদ, ডেপুটি কমান্ডার ফজলুল হক, সাংগাঠনিক কমান্ডার নূরুল হুদা, তাহাজ আলী, আমিরুল ইসলাম, দেলোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।