মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামে বজ্রপাতে নিহত একরামুল ও আহত পলাশের পরিবারকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে এ আর্থিক অনুদান প্রদান করা হয়।
মেহেরপুরের জেলা প্রশাসক ডঃ মোহাম্মদ মুনসুর আলম খানের নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মাইনউদ্দিন নিহত ও আহত রাজনগর গ্রামের বাড়ি উপস্থিত হয়ে নিহত একরামুলের স্ত্রী সাগরিকার হাতে ২৫ হাজার টাকা এবং আহত পলাশের পিতা কবিরের হাতে নগদ ৫ হাজার টাকা তুলে দেন।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) মাইনউদ্দিন বলেন বর্তমান সরকারের সদিচ্ছার কারণে অসহায় পরিবারের মাঝে অর্থ প্রদান করা হচ্ছে। তিনি আরো বলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বিষয়টি খুবই গুরুত্বের সঙ্গে দেখছেন।