মেহেরপুর নিউজ:
সংকটময় পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মেহেরপুর ইউনিটের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গরীব অসহায় দরিদ্র পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার সকালের দিকে মেহেরপুর জেলা পরিষদ প্রাঙ্গনে বাংলাদেশ রেড ক্রিসেন্ট মেহেরপুর ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসূল উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এসময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মেহেরপুর ইউনিটের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট খন্দকার একরামুল হক হীরা সেখানে উপস্থিত ছিলেন।