মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৯ নভেম্বর:
মেহেরপুর-১আসনের সংসদ সদস্য মো: জয়নাল আবেদিন বলেছেন,শিক্ষকরা তাঁদের দায়িত্ব সঠিকভাবে পালন করলে অবশ্যই শিক্ষার মান বৃদ্ধি পাবে।
সোমবার মুজিবনগর উপজেলা পরিষদ মিলায়তনে সেকায়েপ প্রকল্পভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক পরীক্ষা-১০এ সাফল্য অর্জনকারী একশ’ ১১ জন ছাত্র/ছাত্রীদের মাঝে উদ্দীপনা পুরষ্কার ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অথিথির বক্তব্য-এ তিনি এসব কথা বলেন।
তিনি বলেন,সকলকে উৎসাহ যোগাতে আওয়ামীলীগ সরকার ভাল শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক, ছাত্র/ছাত্রীদের পুরস্কৃত করছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন। উপজেলা নির্বাহী অফিসার এ. কে. এম আজাদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ আসকার আলী, যুগ্ন সম্পাদক আব্দুর রশিদ, মুজিবনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি জিয়াউদ্দীন বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুল হাসান চাঁদু। উদ্দীপনা পুরষ্কার ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আকবর আলী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম মোল্লা, মহাজনপুর ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু, বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন, অভিভাবক নাসিরউদ্দীন, শিক্ষার্থী আশিক, রুবাইয়া জান্নাত প্রমুখ।