মেহেরপুর নিউজ:
শিক্ষা ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ড. ইয়াসমিন আরা সাথী। মেহেরপুর শহরের নতুন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শিক্ষাক্ষেত্রে হাতে খড়ি। এরপর মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণী পাস করার পর পিতার ব্যবসায়ী কর্মসূত্রে তিনি নবম শ্রেণীতে নওয়াপাড়া পাইলট বালিকা বিদ্যালয়ে ভর্তি হয় এবং ১৯৯৭ সালে সেখানে থেকে এসএসসি।
১৯৯৯ সালে বি এফ শাহীন কলেজ থেকে এইচএসসি পাশ করেন। ২০০৫ সালে ইসলামিক বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিভাগের স্নাতক এবং ২০০৬ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ইয়াসমিন আরা সাথী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে ২০১৬ সালে ‘সমরেশ বসুর উপন্যাস মধ্যবিত্তজীবন’ গবেষণা করে পিএইচডি ডিগ্রী অর্জন করেন। তিনি ২০১৯ সালে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের ফেলোশিপ পেয়ে ‘কবিগানঃ সমাজ পরিপ্রেক্ষিত ও রূপবৈচিত্র্য’ শিরোনামে গবেষণারত।
বর্তমানে তিনি ইসলামিক বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত। এছাড়াও আইবিএস জার্নাল, বাংলা গবেষণা পত্রিকা, সাহিত্য পত্রিকা, ঐতিহ্য, সাহিত্যসন্দর্ভ, ভাষা সাহিত্য পাঠ, জার্নাল অব ইসলামিক এডুকেশন এন্ড রিসার্চ, জার্নাল অব হিস্টরি এন্ড কালচার, সহ নানা গবেষণা পত্রিকায় প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তার ‘কবিয়াল বিজয় সরকার দর্শন সৃষ্টি ও সাধনা’ শিরোনামে একটি গবেষণা গ্রন্থ ২০২১-এর বইমেলায় প্রকাশিত হয়েছে।
এছাড়া ড. ইয়াসমিন আরা সাথীর প্রকাশিত প্রবন্ধের তালিকায় রয়েছেঃ- মেহেরপুর জেলার আঞ্চলিক ভাষার ভাষাতাত্ত্বিক বিশ্লেষণ এবং সামাজিক স্তরবিন্যাস। আইবিএস জার্নাল, ষোড়শ সংখ্যা ১৪১৫ রাজশাহী বিশ্ববিদ্যালয়।শামসুর রহমানের গল্প এবং উপন্যাস শব্দের ব্যবহারঃ- আইবিএস জার্নাল, সপ্তদশ সংখ্যা ১৪১৬, রাজশাহী বিশ্ববিদ্যালয়। মেহেরপুর অঞ্চলের সংস্কৃতিঃ লোক- কারুশিল্প;আইবিএস জার্নাল, অষ্টাদশ সংখ্যা ১৪১৭, রাজশাহী বিশ্ববিদ্যালয়।শামসুর রহমানের উপন্যাসঃ বিষয় ও প্রকরণ;-বাংলা গবেষণা পত্রিকা, পঞ্চম সংখ্যা, নভেম্বর ২০১২ কার্তিক ১৪১৯,বাংলা বিভাগ ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।
শামসুর রহমানের ছোটগল্পে মধ্যে জীবন। জার্নাল অব ইসলামিক এডুকেশন এন্ড রিসার্চ ২০১১ ভ নং ৭নং ১। নিরাপদ তন্দ্রাঃ বিচিত্র বিকারে তমসাঘন জীবন।বাংলা গবেষণা পত্রিকা, (ষষ্ঠ সংখ্যা, নভেম্বর ২০১৩, কার্তিক ১৪২০),বাংলা বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।দুখিয়ার কুঠিঃ নিম্নবর্গীয় জীবন বিন্যাস। বাংলা গবেষণা পত্রিকা, সপ্তম সংখ্যা,রজতজয়ন্তী সংখ্যা নভেম্বর ২০১৪, কার্তিক ১৪২১,বাংলা বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া। নকশাল আন্দোলন এবং হাজার চুরাশির মাঃ বাংলা গবেষণা পত্রিকা, অষ্ঠম সংখ্যা, নভেম্বর ২০১৫ কার্তিক ১৪২২,বাংলা বিভাগ ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।