
সমাবেশে অংশগ্রহনকারীদের একাংশ
মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৮ আগস্ট:
মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের রাজনগরে হরতালের দিনে পুলিশের সাথে জামায়াত-শিবিরের সংঘর্ষকালে পুলিশের গুলিতে নিহত আমঝুপি ৯ নং ওয়ার্ড কমিটির শিবির সভাপতি সোলাইমান হত্যার বিচারের দাবীতে আমঝুপিতে বিক্ষোভ মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে জেলা জামায়াত- শিবির।
আজ রোববার বিকেল সাড়ে ৪ টার দিকে আমঝুপি ইউনিয়নের বিভিন্ন প্রান্ত থেকে বিক্ষোভ মিছিল সহকারে জামায়াত-শিবির নেতাকর্মীরা আমঝুপি সরকারী প্রাইমারি স্কুল মাঠে জড়ো হতে থাকে।
পরে বিকেল পৌনে ৫ টায় শুরু হওয়া মেহেরপুর জেলা জামায়াত ও জেলা ছাত্রশিবিরের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির তাজউর্দ্দিন। বক্তব্য রাখেন,জেলা জামায়াতের সেক্রেটারী সির্দ্দিকুর রহমান,সদ্য কারামুক্ত জেলা শিবিরের সভাপতি সাইফুল ইসলাম,জেলা জামায়াতের নায়েবে আমির সিরাজুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনের দায়িত্বে ছিলেন সদর উপজেলা আমির মাওলানা রুহুল আমিন। অনুষ্ঠান শেষে নিহত সোলাইমানের রুহের মাগফেরত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ১৩ আগষ্ট জামায়াতের ডাকা হরতালের প্রথম দিনে সদর উপজেলার রাজনগর গ্রামে পিকেটিং এর সময় পুলিশের গুলিতে জামায়াত কর্মী সোলাইমান হোসেন আহত হয়। দু’দিন চিকিৎসা নেওয়ার পর ১৫ আগষ্ট বৃহস্পতিবার বিকেলে রাজশাহী ইসলামী ব্যাংক হাসপাতালে সে মারা যায়। এ হত্যকান্ডের নিন্দা ও বিচারের দাবীতে জেলা জামায়াত শুক্রবার সকালে নিহত জামায়াত কর্মীর দাফন শেষে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের ডাক দেয়।