মেহেরপুর নিউজ:
লম্পট শশুরের কুপ্রস্তাবে রাজী না হওয়ায় পুত্রবধূ সালমাকে শ্বাসরোধ করে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে প্রচার করে শ্বশুর ইকবায়রা পালিয়েছে। ঘটনাটি ঘটেছে মেহেরপুরের মুজিবনগর উপজেলার সোনাপুর গ্রামে ।
বৃহস্পতিবার বিকালে সালমার ময়নাতদন্ত শেষে মেহেরপুর সদর উপজেলার খোলা গ্রামে তার লাশ দাফন করা হয়েছে। জানা গেছে প্রায় ২ বছর পূর্বে মেহেরপুর সদর উপজেলার কোলা গ্রামের শফিকুল ইসলামের মেয়ে সালমা সাথে মুজিবনগর উপজেলার সোনাপুর গ্রামের ইকবায়রার ছেলে হিরনের বিয়ে হয়।
সালমার পরিবারের সদস্যরা জানান বিয়ের কিছুদিন পর থেকেই তার শশুর সালমাকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। বিষয়টি সালমা তার পিতাকে একাধিকবার জানিয়েছে।
এদিকে বুধবার দিবাগত রাতে সালমার স্বামীর অনুপস্থিতিতে তার শশুর তাকে কুপ্রস্তাব দেয়। এতে সে রাজি না হওয়ায় তাকে শ্বাসরোধ করে হত্যা করার পর লাশ ঝুলিয়ে রেখে ইকবায়রা পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে মেহেরপুর মর্গে পাঠায়।
এদিকে ময়নাতদন্ত শেষে সালমান মরদেহ কোলা গ্রামে নিয়ে আসা হলে সেখানে শত শত মানুষ ভিড় করে। এ সময় সকলে কান্নায় ভেঙ্গে পড়ে। সালমা পিতাসহ তার আত্মীয়-স্বজন এ হত্যার সুবিচারের চেয়েছে।